ভা*রতে লোকসভায় ওয়াকফ সংশোধিত আইন পাশ হওয়ায় সংসদেই কান্নায় ভেঙ্গে পড়েন মুসলিম নেতা ওয়াইসি!
ধীরে ধীরে ভারত মুসলমানদের জন্য জাহান্নাম হয়ে যাচ্ছে,এর জন্য অবশ্য এইসকল গনতান্ত্রিক নেতারা অনেকটাই দ্বায়ী,তারা গনতন্ত্রের নামে মুসলমান সমাজকে দলে দলে বিভক্ত করেছে,নববী পদ্ধতি হারিয়ে গেছে।আবার নির্বাচনে এইসকল মুসলমান দল থাকায় মুসলমানদের ভোট কাটে,এতে ন’রেন্দ্র মো’দী উপকৃত হয়। ভারতের মুসলমানরা যত দ্রুত গনতন্ত্রের ধোঁকা থেকে বের হতে পারবে,ততো দ্রুত মুসলমান সমাজ নিরাপদ হবে।
😭😭