আমি শাহবাগ থানায় গিয়েছিলাম। লোকটিকে জিজ্ঞেস করলাম,ভাই,বলেন তো কী ঘটেছিলো!সে যা বললো হুবহু তা তুলে ধরলাম! কাঁদতে কাঁদতে বললো,’ভাই,আমি জোহরের নামাজ পড়ে বের হলাম।দেখি কয়েকটা মেয়ে উড়না ছাড়া হাঁটতেছে!দেইখা খারাপ লাগছে।মাথা নিচু করে জাস্ট বলেছি,আপু, এইভাবে চইলেন না।উড়না গায়ে দিবেন। তারপর আপুরা আমার উপর রাগ দেখায়।বলে, আমাদের যেইভাবে ইচ্ছে সেইভাবে ঘুরবো। আপনার কিছু বলার অধিকার নেই’
এই হলো মূল ঘটনা।এই অপরাধে তার চাকরি গেলো!লোকটি বলতেছে,ভাই আমার অপরাধ কোথায়?আমার চাকরিটা যেন না যায়!
বড় বিষয় হলো,তার ব্যাপারে মেয়েগুলো আরো জঘণ্য অভিযোগ তুলেছে।যা সম্পূর্ণ মিথ্যা!সে নাকি সাভারে কোন মেয়ের সাথে কি করছে!অথচ তা মিথ্যা!
তাছাড়া লোকটি একদম সহজ সরল।তাই এইভাবে বলেছে!
আমি লোকটিকে আশ্বস্ত করে এসেছি,’আমরা আপনার পাশে আছি। চাকরি যাবে না। কিচ্ছু হবে না।’
এখন আপনারা তার পাশে দাঁড়াবেন?নাকি দাঁড়াবেন না? এইটুকু অপরাধের কারণে লোকটা শাহবাগ থানায় অসহায়ের মতো আবদ্ধ আছে!আমার পোস্ট কারো সামনে গেলে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন!