ভারতের পাঞ্জাব প্রদেশে নারী সহপাঠীদের উত্ত্যক্তে বাধা দেওয়ায় সুদান থেকে আগত মুসলিম শিক্ষার্থী মুহাম্মাদ ওয়াদাকে ছুরিকাঘাতে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদী ছাত্ররা।
শুক্রবার (১৬ মে) পাঞ্জাবের ফাগওয়ারা জেলার লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ) ক্যাম্পাসে এই বর্বর হত্যাকাণ্ড ঘটে। ভুক্তভোগী ও হামলাকারীরা উইভার্সিটির শিক্ষার্থী।
ফাগওয়ারা জেলার সিনিয়র পুলিশ সুপার গৌরব তোরা জানান, সেদিন বিকালে মুহাম্মাদ ওয়াদা, তার খালাতো ভাই মুহাম্মাদ নুর এবং তিনজন সুদানি নারী শিক্ষার্থী ফজরের নামাজ আদায়ের জন্য ক্যাম্পাসের মসজিদে যাচ্ছিলেন। এ সময় বিকাশ বাওয়া, অভয় রাজসহ ৮ জন মাতাল অবস্থায় থাকা হিন্দুত্ববাদী যুবক ওই নারীদের মোবাইল নম্বর চেয়ে উক্ত্যক্ত করা শুরু করে।
একপর্যায়ে তারা অশালীন আচরণে লিপ্ত হয়। এই অবস্থায় প্রতিবাদ করলে মুহাম্মাদ ওয়াদাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় এবং তার ভাই নুরকে গুরুতর জখম করা হয়।
এ ঘটনায় পুলিশ বিকাশ বাওয়া ও অভয় রাজকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে ভারতের বিএনএস ধারা ১০৯ (সাধারণ উদ্দেশ্য), ১০৩(১) (হত্যা), ১৯০ (আঘাত করা), এবং ১৯১(৩) (হত্যাচেষ্টা) এর অধীনে মামলা রুজু করা হয়েছে।
সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া