নির্দিষ্ট গন্তব্যে না নিয়ে নারী যাত্রীকে নরসিংদীর একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগে শাহপরান নামে এক রাইড শেয়ার মোটরসাইকেলচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার দায় স্বীকার করে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
গত শনিবার (৩১ মে) মধ্যরাতে শাহপরানকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ। পরদিন রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাত ইসলামের আদালতে হাজির করা হলে তিনি স্বীকার করেন যে, তিনি ওই নারীকে ধর্ষণ করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শাহপরানের বাড়ি কেরানীগঞ্জ থানার তারানগর বটতলী দক্ষিণ পাড়া এলাকায়। তার বাবার নাম আব্দুল আলী।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন জানান, ভুক্তভোগী নারী একজন সন্তানের জননী। তিনি গত ২৮ মে বিকেলে ডাক্তার দেখাতে মিরপুর ১২ থেকে শ্যামলীর উদ্দেশ্যে রওনা দেন রাইড শেয়ারের মোটরসাইকেলে। কিন্তু রাত সোয়া ৯টার দিকে চালক তাকে নিয়ে যায় নরসিংদীর পলাশ উপজেলার একটি নির্জন স্থানে, যেখানে তাকে ধর্ষণ করা হয়।
এছাড়া, চালক নারীর সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেন এবং হত্যার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে তার স্বজনদের কাছ থেকেও টাকা আদায় করেন। পরে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ঘটনার পরদিন ২৯ মে, ভুক্তভোগী নারী শাহপরানকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও দুইজনকে সহায়তাকারী হিসেবে উল্লেখ করে পলাশ থানায় মামলা দায়ের করেন।