গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২২.৫০ শতাংশে।
এই সময়কালে মোট ৪০টি নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত মোট ২০,৫১,৭২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৯ জন।
একই সময়ে ২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন, ফলে দেশে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২০,১৯,৩৫৪ জনে।
এছাড়া, এ পর্যন্ত দেশে মোট ১,৫৭,২৬,১৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২.৫০ শতাংশ, যা আগের দিনের তুলনায় কিছুটা কম হলেও এখনও উদ্বেগজনক। দেশে মোট শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩.০৫ শতাংশ এবং সুস্থতার হার ৯৮.৪২ শতাংশ।
এই সময় করোনায় কারও মৃত্যু হয়নি। দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৪,৪৯৯ জন, এবং মৃত্যুহার ১.৪৪ শতাংশ।
উল্লেখ্য, গতকাল সোমবার (২ জুন) ২৪ ঘণ্টায় ২৮টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল।