ঢাকা, ১০ জুন ২০২৫ – নবাবগঞ্জ থানার একটি গ্রামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে প্রতিবেশী মোঃ মাসুদ (৩৫), নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুব উইং সন্ত্রাসী যুবলীগের নবাবগঞ্জ ৩ নং ওয়ার্ডের সভাপতির বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছে, তবে তারা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন।
মমতাজ (৪৭), যিনি ভুক্তভোগীর দাদী, নবাবগঞ্জ থানায় এজাহার দায়ের করে অভিযোগ করেন যে, তার নাতনী খাদিজা আক্তার (১৪), মনিকান্দা দাখিল মাদ্রসার ৭ম শ্রেণির ছাত্রী, নিয়মিত স্কুলে যাতায়াতের পথে মোঃ মাসুদ থেকে শারীরিক ও মৌখিক হেনস্থার শিকার হচ্ছেন। ৬ জুন সকাল ১০টার দিকে, নাতনী বাড়িতে একা থাকাকালে অভিযুক্ত ব্যক্তি মাসুদ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুব উইং যুবলীগ নবাবগঞ্জ ৩নং ওয়ার্ড এর সভাপতি, তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তবে শিশুটি চিৎকার করলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার পর তারা নিকটাত্মীয়দের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ জানান। কিন্তু অভিযোগের পর থেকে অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত যুবলীগ সন্ত্রাসী মাসুদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের চাপ ও হুমকি আসছে। মামলাটি টালবাহানা করতে অভিযুক্ত ও তার লোকজন ভুক্তভোগী পরিবারকে হুমকি দিয়েছে এবং মামলা তুলে নিতে অনুরোধ করেছে।
স্থানীয় এক গ্রাম সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযোগকারীদের ন্যায়বিচার পাওয়া কঠিন, কারণ অভিযুক্তের অর্থশক্তি ও প্রভাব রয়েছে, যা তারা মামলা প্রক্রিয়াকে প্রভাবিত করতে ব্যবহার করছে।
নবাবগঞ্জ থানা থেকে জানা গেছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে জানানো হলেও বস্তুত দৃশ্যমান কোনো অগ্ৰগতি দেখা যায় নি।
ভুক্তভোগীর পরিবার একটি নিরাপদ ও দ্রুত বিচার দাবি করেছেন এবং সমাজ ও প্রশাসনের প্রতি ন্যায়বিচারের আহ্বান জানিয়েছেন।