ইরান সম্প্রতি তাদের ভূখণ্ডে ৭৩ জন সন্দেহভাজন গুপ্তচর গ্রেফতার করেছে, যাদের মধ্যে বেশিরভাগই ভারতীয় নাগরিক বলে দাবি করেছে তেহরান। ইরানি গোয়েন্দা সংস্থার মতে, এই ব্যক্তিরা ইসরায়েলের হয়ে গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত তথ্য পাচার করছিল।
ইরান জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে অনেকেই গোপন ঘাঁটি, সামরিক ইনস্টলেশন, পারমাণবিক কেন্দ্র এবং অন্যান্য কৌশলগত স্থাপনা সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করে তা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর কাছে পাচার করছিল। গোয়েন্দা বিভাগ এই অভিযানকে “জাতীয় নিরাপত্তা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ সাফল্য” হিসেবে অভিহিত করেছে।
এই ঘটনায় ভারতীয় নাগরিকদের সম্পৃক্ততা ইরান ও ভারতের সম্পর্কের ওপর একটি সংবেদনশীল চাপ তৈরি করতে পারে। যদিও এখনো ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে কূটনৈতিক পর্যায়ে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা শুধু ইরান-ইসরায়েল নয়, বরং দক্ষিণ এশিয়ায় ভারতের কূটনৈতিক অবস্থান এবং গ্লোবাল গোয়েন্দা যুদ্ধের বাস্তবতা নিয়েও নতুন প্রশ্ন তুলেছে।
ইসরায়েলের পক্ষ থেকে অফিশিয়ালি কিছু না বলা হলেও, অতীতে তারা ইরানের অভ্যন্তরে গুপ্তচরবৃত্তির বিষয়ে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেনি।