TBN Desk | ১৯শে জুন ২০২৫, বৃহস্পতিবার
বিশ্ববিখ্যাত পীর যুলফিকার আহমদ নকশবন্দী (দা.বা.) এর খানকাহীনেযামের আয়োজন। খুলনার বাগমারায় অবস্থিত জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম মাদ্রাসা প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী তা’লীমি ইজতেমা।
বিশ্ববিখ্যাত বুযুর্গ ও শাইখুল মাশায়েখ হযরত মাওলানা পীর যুলফিকার আহমদ নকশবন্দী (দা.বা.)-এর খানকাহী নেযামের অধীনে এ ইজতেমার আয়োজন করা হয়েছে।
ইজতেমাটি চলবে আগামী শনিবার (২১ জুন) পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন: এশিয়ার অন্যতম খলিফা শায়খ মুহাম্মদ (মালয়েশিয়া)।
বিশেষ মেহমানদের মধ্যে রয়েছেন: শুভেচ্ছা ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মুয়াজ, পাকিস্তানের প্রখ্যাত বুযুর্গ হাজী আব্দুল ওয়াহাব (রহ.) এর খলিফা মাওলানা গোলাম রব্বানী (লন্ডন), বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা রুহুল আমীন সাদী, জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব মুফতি আ ফ ম আকরাম হোসাইন।
ইজতেমায় অংশ নিচ্ছেন দক্ষিণবঙ্গের শীর্ষ ওলামায়ে কেরামসহ খিলাফতের সঙ্গে সংশ্লিষ্ট বহু মুরিদ, আশেক ও দ্বীনপ্রেমী মানুষ।উদ্বোধনী আয়োজনে কুরআন তিলাওয়াত ও যিকিরের মাধ্যমে ইজতেমার সূচনা হয়। আসন্ন দুই দিনব্যাপী কর্মসূচিতে থাকবে রূহানিয়াতপূর্ণ তাযকিয়া, ইলমি বয়ান, তালিম, তরবিয়ত ও যিকির-আযকার।
আয়োজক প্রতিষ্ঠান খানকায়ে মাদানী ও জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম, বাগমারা–র পক্ষ থেকে নাজিম ও নায়েবে মুহতামিম শায়খুল হাদীস মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া সকলকে ইজতেমায় শরিক হওয়ার আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
মুসলিম উম্মাহর রূহানিয়াত পুনর্জাগরণে এ ইজতেমা এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকগণ।
TBN desk