সিলেট প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) বোরকা পরিধানকারী নারী প্রশিক্ষণার্থীদের ট্রেনিং বাতিলের হুমকি দিয়েছেন ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট আবুল কাশেম—এমন গুরুতর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বোরকা পরলে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়ার কথা জানিয়েছেন তিনি বলে জানান ভুক্তভোগীরা।
জানা গেছে, কয়েকজন নারী প্রশিক্ষণার্থী নিয়মিতভাবে বোরকা পরে ক্লাসে অংশগ্রহণ করছিলেন। তারা অভিযোগ করেন, সুপার কাশেম বোরকা পরাকে “প্রশাসনিক নিয়ম লঙ্ঘন” হিসেবে আখ্যা দেন এবং ভবিষ্যতে বোরকা পরে আসলে ট্রেনিং বাতিলের পাশাপাশি অন্যান্য শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুমকি দেন।
একজন নারী প্রশিক্ষণার্থী বলেন, “আমরা ধর্মীয় বিশ্বাস থেকে বোরকা পরি। কিন্তু এখন আমাদের এই বিশ্বাসের কারণে হয়রানি করা হচ্ছে। এটি শুধুমাত্র ব্যক্তিগত অধিকার লঙ্ঘন নয়, বরং ধর্মীয় স্বাধীনতার উপর সরাসরি আঘাত।”
এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্ট সুপারিনটেনডেন্ট আবুল কাশেমকে অবিলম্বে প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল। বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।
এ বিষয়ে এখনো কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।