|| দা বেঙ্গল নিউজ || ১৩ আগস্ট ২০২৫ || এমএইচএম ||
ভারতের কর্ণাটকের বিতর্কিত বিজেপি বিধায়ক বসনগৌড়া পাটিল ইয়াত্নাল প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, যে কোনো হিন্দু যুবক যদি মুসলিম মেয়েকে বিয়ে করে তবে তাকে নগদ ৫ লাখ রুপি পুরস্কার দেওয়া হবে।
ইয়াত্নালের এই ঘোষণার নেপথ্যে রয়েছে মুসলিম মেয়েদের লক্ষ্য করে সাজানো “ভাগওয়া লাভ ট্র্যাপ”—যার মাধ্যমে মুসলিম নারীদের ইসলাম থেকে বিচ্যুত করা, তাদের জীবন ধ্বংস করা এবং যৌন নিপীড়নের শিকার বানানো হয়। এই অর্থায়ন আসলে মুসলিম মেয়েদের ইজ্জত ও ঈমান নষ্ট করার একটি পরিকল্পিত সন্ত্রাসী চক্রান্ত।
ইয়াত্নাল দাবি করেছেন, এই অর্থ দেওয়ার মাধ্যমে তিনি হিন্দু যুবকদের “সহায়তা” করছেন, কারণ নাকি তারা কর্ণাটকে নিরাপদ নয়। অথচ প্রকৃতপক্ষে, এই অর্থ হিন্দু সন্ত্রাসীদের হাতে একটি অস্ত্র হয়ে উঠছে—যা মুসলিম মেয়েদের অপহরণ, ধর্ষণ, ধর্মান্তর ও মানসিকভাবে ধ্বংসের জন্য ব্যবহৃত হবে।
তিনি সম্প্রতি কোপ্পালে গাভিসিদ্ধাপ্পা নাইক নামে এক হিন্দু যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের পক্ষ নেওয়ার অভিযোগ তোলেন। কিন্তু তাঁর এই বক্তব্যের আড়ালে লুকানো রয়েছে মুসলিম-বিরোধী উগ্রবাদী রাজনৈতিক এজেন্ডা।
ইয়াত্নাল স্পষ্ট ভাষায় বলেন—“আমরা এই অভিযান চালিয়ে যাব, এবং মুসলিম মেয়েদের বিয়ে করা হিন্দু যুবকদের ৫ লাখ টাকা পুরস্কার দেব।” অর্থাৎ, মুসলিম নারীদের লক্ষ্য করে এই সাংগঠনিক সন্ত্রাসী লাভ ট্র্যাপ-এর অর্থায়ন অব্যাহত থাকবে।
মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, এই ধরনের ঘোষণা আসলে নারী নির্যাতন, ধর্মীয় বিদ্বেষ ও সামাজিক সহিংসতাকে বৈধতা দিচ্ছে, যা ভারতের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন।