আফগানিস্তানের হেরাত প্রদেশে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল ও শক্তিশালী করতে বড় ধরনের বিনিয়োগ উদ্যোগ নিয়েছে ইমারতে ইসলামিয়া। এ লক্ষ্যে দেশটির জাতীয় বিদ্যুৎ কোম্পানি ‘ব্রেশনা শেরকাত’ স্থানীয় দুটি প্রতিষ্ঠান ‘জাজো আফগানিস্তান’ ও ‘কাবুল মিলি’ কোম্পানির সঙ্গে যৌথ বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে।
১৭ আগস্ট আফগান রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিএ এ তথ্য নিশ্চিত করেছে। প্রায় ৪১ মিলিয়ন ডলার ব্যয়ের এ প্রকল্পের আওতায়—
নূর আল-জাহেদ সাবস্টেশন থেকে পুল-ই-হাশেমি হয়ে হট ২৪ শহীদ সাবস্টেশন পর্যন্ত ২২০ কিলোভোল্ট সঞ্চালন লাইন সম্প্রসারণ করা হবে।
নতুন করে পুল-ই-হাশেমি ও হট ২৪ শহীদ সাবস্টেশন নির্মাণ করা হবে।
পাশাপাশি নূর আল-জাহেদ সাবস্টেশনে অতিরিক্ত লাইন সম্প্রসারণের কাজও সম্পন্ন হবে।
প্রকল্পগুলো আগামী দুই বছরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাস্তবায়ন শেষে হেরাত অঞ্চলে নিরবিচ্ছিন্ন, দীর্ঘমেয়াদী ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।