সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস বুধবার (০৩ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারে পৌঁছেছেন। তার সঙ্গে ছিলেন কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া, যাদের প্রাতিষ্ঠানিক পরিচয় এখনও জানা যায়নি।
বিমানবন্দর থেকে তারা স্পিডবোটে মহেশখালীর উদ্দেশ্যে রওনা হন। সেখানে কুতুবজোম ইউনিয়নের হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত হোপ হসপিটাল পরিদর্শন করেন। এসময় বৃক্ষরোপণ ও এক্সিলারেট এলএনজি টার্মিনাল পরিদর্শনের কর্মসূচিতেও অংশ নেন।
তবে এই সফরটি নিয়ে প্রশ্ন উঠেছে নিরাপত্তা বিশ্লেষক এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে। তারা জানাচ্ছেন:
কেন হঠাৎ সাবেক এই রাষ্ট্রদূত দেশের দক্ষিণাঞ্চলে আগমন করলেন?
তার সঙ্গে যারা ছিলেন, তাদের পরিচয় ও কর্মকাণ্ড কি স্বচ্ছ?
যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’-র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে এই সফরের আসল উদ্দেশ্য কী?
এর ফলে কি দেশের স্বার্থ ও নিরাপত্তার ওপর কোনো প্রভাব পড়তে পারে?
স্থানীয় প্রশাসন জানাচ্ছে, বুধবার বিকেলে তারা ঢাকায় ফিরে যাবেন। তবে সফরের সম্পূর্ণ উদ্দেশ্য, প্রভাব ও ফলাফল এখনও স্পষ্ট নয়।
নিরাপত্তা ও কূটনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এমন হঠাৎ সফরগুলো দেশের অভ্যন্তরীণ স্বার্থ, অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে।
সূত্র: news24bd