ঝিনাইদহ সদর উপজেলার কেশবপুর গ্রামে তালাবদ্ধ ঘর থেকে তোয়াজ উদ্দিন শেখ (ব্যবসায়ী)-এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্বজনরা খবর দেন। পরে জানালা দিয়ে মরদেহ দেখা যায়। পুলিশ এসে তালা ভেঙে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও পাওয়া গেছে।
নিহত তোয়াজ উদ্দিন শেখ গত সপ্তাহে ঢাকা থেকে গ্রামে ফেরেন। স্ত্রী-সন্তান না থাকায় তিনি একাই বসবাস করতেন। সোমবার তাকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তিনি আর কারও সঙ্গে যোগাযোগ করেননি।
এদিকে ঘরের দেয়ালে লেখা ছিল— মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তির কারণে তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
Yes