মিয়ানমারের উত্তর আরাকান রাজ্যের মংডু শহরের হুইল্লাবাহ গ্রামে মুসলিম জনগোষ্ঠীর ওপর নতুন করে সহিংসতা চালানোর অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) স্থানীয় বৌদ্ধ বেসামরিকদের সঙ্গে মিলে মুসলিমদের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে অন্তত তিনটি মুসলিম মালিকানাধীন বাড়িতে হামলা চালানো হয়। এ সময় ঘরে মজুদকৃত খাদ্য, মূল্যবান সামগ্রী ও গৃহস্থালি জিনিসপত্র লুট করে নেওয়া হয়।
একই দিন রাত প্রায় ১১টার দিকে আরও চারটি পরিবারের ঘরে অগ্নিসংযোগ করা হয়। গ্রামবাসীরা জানান, আতঙ্ক সৃষ্টির মাধ্যমে উচ্ছেদের পথ প্রশস্ত করতেই এই অগ্নিসংযোগ করা হয়েছে। অনেক পরিবার ভয় পেয়ে পাশের এলাকায় পালিয়ে যায়।
একজন রোহিঙ্গা বাসিন্দা বলেন,
“তারা আমাদের বাড়িতে ঢুকে সব নিয়ে যায়। পরে রাতে ফিরে এসে ঘরবাড়ি পুড়িয়ে দেয়। আমরা আতঙ্কে আছি—কোথাও যাওয়ার জায়গা নেই, কোনও নিরাপত্তা নেই।”
আরেকজন জানান,
“আগুন ধরিয়ে দেওয়ার পর রাতের অন্ধকারে শিখা উঠতে দেখি। আক্রমণকারীরা আবার ফিরবে কি না ভেবে আমরা পালিয়ে যাই।”
মংডুতে চলমান বিধিনিষেধ ও সীমিত যোগাযোগ ব্যবস্থার কারণে স্বাধীনভাবে তথ্য যাচাই কঠিন হলেও স্থানীয়রা আশঙ্কা করছেন, রোহিঙ্গাদের উচ্ছেদ পরিকল্পনার অংশ হিসেবেই এ ধরনের হামলা চালানো হচ্ছে।