যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাপিটল হাইটসে এক মুসলিম নারী গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, দুপুর ১টার আগে রিচি রোডের ৫০০ ব্লকে গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় মুসলিম অধিকার সংরক্ষণ সংস্থা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) জানিয়েছে, এটি একটি ঘৃণাজনিত হামলা। সংস্থার বিবৃতিতে বলা হয়, নিকাব পরিহিত অবস্থায় ওই নারী কেনাকাটা শেষে ফেরার সময় এক ব্যক্তি তাকে লক্ষ্য করে একাধিকবার গুলি চালায়।
নারীর ভাই জানান, তার বোন বাম হাতে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে হামলাকারী মূলত মাথায় লক্ষ্য করেই গুলি চালাচ্ছিল।
> “বাম হাতে গুলি লাগার পর সে মাথার দিকে নিশানা করতে চাইছিল। তখন বোন মাথা বাঁচাতে হাত দিয়ে ঢেকে নিচু হয়ে যান। আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন,” বলেন তিনি।
পুলিশ জানিয়েছে, হামলার পরপরই সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। এ ঘটনার তদন্ত চলছে।