অভিযুক্ত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আবারও জেলেদের ওপর হামলা চালিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে মাছ শিকারে যাওয়া দুটি ট্রলারসহ ১৪ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে তারা।
ঘটনাটি কবে ঘটেছে
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সেন্টমার্টিনের অদূর সাগর এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কীভাবে অপহরণ করা হয়
স্থানীয় সূত্রে জানা যায়, ঘাট থেকে একাধিক ট্রলার মাছ ধরতে সাগরে যায়। এর মধ্যে দুটি ট্রলারকে লক্ষ্য করে আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা জেলেদের ধরে নিয়ে যায়।
সাজেদ আহমেদ বলেন—
“বারবার এ ধরনের ঘটনায় জেলেদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। মাছ ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সরকারের জরুরি পদক্ষেপ প্রয়োজন।”
এর আগেও একই ঘটনা
এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগে ১২ সেপ্টেম্বর বঙ্গোপসাগর থেকে ৫টি ট্রলারে থাকা ৪০ মাঝিমাল্লাকে অপহরণ করেছিল আরাকান আর্মি। সেসময় একটি ট্রলারের ১৭ জন জেলে কৌশলে পালিয়ে আসতে সক্ষম হলেও বাকিরা বন্দি হন।
বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের মধ্যে এখনো ১১৪ জন আরাকান আর্মির হাতে বন্দি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একই সঙ্গে তারা ১৯টি ট্রলারও আটক করে রেখেছে।
জেলেদের পরিবার ও স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত অপহৃতদের মুক্তির জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন।