গত ১৭ অক্টোবর ‘প্রটেক্ট আওয়ার সিস্টার’ এর কাছে এই মর্মে অভিযোগ পৌঁছে যে টঙ্গী টিএনটি কলোনির কেন্দ্রীয় মাসজিদের খতিব সাহেব কোন দলের নাম উল্লেখ ছাড়াই হিন্দু ছেলে ও মুসলিম মেয়ের প্রেম সম্পৃক্ত সচেতনতামূলক কিছু কথা বলেন।
এর থেকেই ইসকন থেকে একের পর এক হুমকির চিঠি আসতে থাকে। রাতের আঁধারে ইসকন সদস্যরা বাড়ির গেইটে চিঠিগুলো রেখে যেতো। প্রথমদিকে এসব চিঠির প্রতি ভ্রূক্ষেপ না করলেও সর্বশেষ চিঠিতে হত্যার হুমকির কার্টুন আকা থাকায় এটাকে আর হালকা ভাবে নিতে পারেননি তিনি। খতীব সাহেবের ছেলের মাধ্যমে প্রটেক্ট আওয়ার সিস্টার্সের দায়িত্বশীলদের নিকট এই সংবাদ পৌঁছলে তারা গত ১৮ অক্টোবর খতীব সাহেবের সাথে সাক্ষাৎ করেন। প্রটেক্ট আওয়ার সিস্টার্স এবিষয়ে পদক্ষেপ নিতে চাইলে বিষয়টি মাসজিদ কমিটি দেখবেন বলে টিম প্রটেক্ট আওয়ার সিস্টারকে উনি থামিয়ে দেন।
গতকাল রাতে খতীব সাহেবের ছেলে জানান: মাগরিবের পর আবারও হুমকির চিঠি পাওয়া গিয়েছে। সেই চিঠিতে সভাপতি ও সেক্রেটারির নাম ছিলো ন, ছিলো শুধু খতীব সাহেবের নাম। প্রটেক্ট টিমের সদস্যরা গতকাল উনাকে সতর্ক থাকতে বলেন এবং দ্রুততার সাথে পদক্ষেপ নিতে বলেন।
কিন্তু আজ সকালে খতীব সাহেব হাটতে বের হওয়ার পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
আশ করা হচ্ছে ইসকন সদস্যরা খতীবকে অপহরণ করছে।
খতীব সাহেবের ছেলে থানায় সাহায্য চাইলে, সহযোগিতা না করে বেরিয়ে তাকে বের করে দেন।
এই ঘটনার প্রেক্ষিতে প্রটেক্ট আওয়ার সিস্টার্সের সুস্পষ্ট ঘোষণা।
১/ খতীব সাহেব ও তার পরিবারের কিছু হলে এর দায় প্রশাসনকে বহন করতে হবে। আমরা প্রশাসনকে আহ্বান করছি দ্রুততার সাথে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন। এবং এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন।
২/আমরা হিন্দুত্ববাদী সন্ত্রাসী ইসকনের সত্যেক সদস্যকে উদ্দেশ্য করে বলছি: খতীব সাহেবের কিছু হলে এই বাংলার মাঠি থেকে তোমাদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।