আন্তর্জাতিক ডেস্ক | Bengal News
আফগানিস্তানের আকাশসীমায় পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে মার্কিন ড্রোন প্রবেশ করছে— এমন অভিযোগ তুলেছে কাবুল। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ইসলামাবাদ যুক্তরাষ্ট্রকে তাদের ভূমি ব্যবহার করে আফগানিস্তানের আকাশে হামলার সুযোগ দিচ্ছে।
আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টোলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,
> “পাকিস্তান যেমন চায়, আফগানিস্তানের মাটি যেন তাদের বিরুদ্ধে ব্যবহার না হয়, তেমনি আমরা ইস্তাম্বুলে আলোচনার সময় পাকিস্তানকে বলেছি— তারা যেন তাদের ভূমি ও আকাশসীমা আফগানিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে না দেয়।”
তিনি আরও বলেন,
> “যুক্তরাষ্ট্রের ড্রোনগুলো পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে আমাদের আকাশসীমায় প্রবেশ করছে। এটি সম্পূর্ণভাবে আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন। পাকিস্তান এটিকে ঠেকাতে পারছে না— যা তাদের দুর্বলতারই প্রমাণ।”
‘বৃহৎ শক্তিগুলোর ষড়যন্ত্র চলছে’
কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করে জাবিউল্লাহ মুজাহিদ ইঙ্গিত দেন, যারা একসময় আফগানিস্তানে সামরিক সংঘাতে জড়িত ছিল বা বাগরাম ঘাঁটি দখলের উচ্চাকাঙ্ক্ষা পোষণ করত, তারাই এখন আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
তার ভাষায়,
> “আমাদের সন্দেহ— বৃহৎ বৈশ্বিক শক্তিগুলো পর্দার আড়াল থেকে অন্যদের ব্যবহার করে অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তবে আফগানিস্তান যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান করছে।”
টিটিপি ইস্যুই একমাত্র অমীমাংসিত বিষয়
আফগান-পাকিস্তান আলোচনায় এখন পর্যন্ত একমাত্র অমীমাংসিত বিষয় হিসেবে রয়ে গেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমস্যা।
মুজাহিদ বলেন,
> “টিটিপি কোনো আফগান সমস্যা নয়; এটি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। আফগানিস্তানের ভূমি অন্য কোনো দেশের ক্ষতির জন্য ব্যবহার করতে দেওয়া হবে না।”