প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫,
নিউজ ডেস্ক | বিশেষ প্রতিনিধি
মাওলানা মা*মু*নু*ল হক (ইবনে শাইখুল হাদিস) নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস— কোন জোট বা বলয়ে যাবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে। বর্তমানে দলটি জামায়াতে ইসলামীসহ আটটি দলের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে এবং জুলাই সনদের আইনি স্বীকৃতি ও পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাওলানা মা*মু*নুল হকের প্রতি বিএনপির আগ্রহ রয়েছে এবং শেষ পর্যন্ত তিনি বিএনপি নেতৃত্বাধীন বলয়ে যোগ দিতে পারেন— এমন ইঙ্গিতও মিলেছে বিভিন্ন সূত্রে।
🔹 বিএনপির প্রার্থী তালিকায় ‘ফাঁকা’ রহস্য
বিএনপি সম্প্রতি ২৩৭টি আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। বাকি ৬৩টি আসন আপাতত ফাঁকা রাখা হয়েছে, যার একটি বড় অংশ জোটসঙ্গীদের জন্য বরাদ্দ হতে পারে। এছাড়া দলের অভ্যন্তরীণ সমন্বয়জনিত কারণে কিছু আসন এখনো স্থগিত রাখা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, যেসব আসনে বিএনপি এখনো প্রার্থী দেয়নি— সেগুলোর মধ্যে অন্তত তিনটি আসন রয়েছে যেখানে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছিলেন মাওলানা মামুনুল হক। এর মধ্যে দুটি ঢাকা (ঢাকা–৭ ও ঢাকা–১৩) এবং একটি বাগেরহাট–১ আসন।
🔹 পছন্দের আসনে অন্য প্রার্থীর নাম
ঢাকা–১৩ আসনটি মা*মু*নুল হ*কের অন্যতম পছন্দ হলেও সেখানে বিএনপি নেতৃত্বাধীন আন্দোলনের অংশীদার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজকে ইতোমধ্যে সবুজ সংকেত দিয়েছে বিএনপি। তিনি সেখানে কার্যক্রমও শুরু করেছেন।
তবে ঢাকা–৭ ও বাগেরহাট–১ আসনে মাওলানা মা*মু*নুল হকের সঙ্গে সমঝোতা হলে বিএনপি প্রার্থী ছাড়তে রাজি আছে বলে জানা গেছে।
🔹 মাওলানা মা*মু*নুল হ*কের অবস্থান
সম্প্রতি আওয়ার ইসলাম–কে দেওয়া সাক্ষাৎকারে মাওলানা মা*মু*নুল হক জানান, তিনি ব্যক্তিগতভাবে নির্বাচনে আগ্রহী নন। তবে দল যদি প্রার্থী করে, তাহলে তিনি অংশ নেবেন।
তিনি বলেন,
“আমার কর্মক্ষেত্র মোহাম্মদপুর এলাকায়, তাই ঢাকা–১৩ আসনটি আমার কাছে স্বাভাবিকভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া আমি বেড়ে উঠেছি লালবাগে— সেক্ষেত্রে ঢাকা–৭ আসনটিও আমার পছন্দের তালিকায়।”
তিনি আরও ইঙ্গিত দেন, কোন জোট বা বলয়ে তিনি শেষ পর্যন্ত যাবেন তা এখনো নির্ধারিত হয়নি। তবে বিএনপিসহ যে কারও সঙ্গে নির্বাচনি সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দেননি।
🔹 রাজনৈতিক বিশ্লেষণ
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিএনপি আপাতত মামুনুল হকের সঙ্গে দর কষাকষির অবস্থানে আছে। নির্বাচন ঘনিয়ে এলে জোট বা সমঝোতা বিষয়ে আরও স্পষ্ট চিত্র পাওয়া যাবে।