🕓 প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫ | ✍️ নিউজ ডেস্ক
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে ৬ষ্ঠ গ্রেড ও সহকারী প্রধান শিক্ষককে ৭ম গ্রেড দেওয়াসহ পাঁচ দফা দাবি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।
জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী জানিয়েছেন, দাবি-দাওয়াসহ একটি আবেদনপত্র ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) তিনি তার ফেসবুক পেজে আবেদনপত্রটি প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন—
“প্রধান শিক্ষককে ৬ষ্ঠ ও সহকারী প্রধান শিক্ষককে ৭ম গ্রেড প্রদানসহ যৌক্তিক দাবি-দাওয়াগুলো আজকের মিটিংয়ের আগেই মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।”
🔹 দাবিগুলোর মূল বিষয়
চিঠিতে এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর বৈষম্য ও অস্পষ্টতা দূর করার দাবি জানানো হয়েছে। মূল পাঁচটি দাবি হলো—
1. প্রশাসনিক পদে (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার, সহপ্রধান শিক্ষক, সহসুপার) নির্দিষ্ট সময়ের অভিজ্ঞতার পর উচ্চতর গ্রেড প্রদান।
2. সহপ্রধান ও সহসুপারদের বেতন কোড আলাদা করা এবং তাদের ৭ম গ্রেডে উন্নীত করা।
3. প্রধান শিক্ষক ও সুপারদের ৬ষ্ঠ গ্রেডে উন্নীত করা।
4. সরকারি বিদ্যালয়ের মতো বেসরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের শুরুর দিক থেকেই ১০ম গ্রেড প্রদান।
5. এমপিওভুক্ত সব শিক্ষক-কর্মচারীর বদলি কার্যক্রম চালু করা এবং লাইব্রেরি ও তথ্যবিজ্ঞান শিক্ষককে সিনিয়র শিক্ষক পদে অন্তর্ভুক্ত করা।