স্টাফ রিপোর্টার │ প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫,
নড়াইল থেকে যশোরগামী একটি বাসে এক নারী যাত্রী অশালীন আচরণের শিকার হয়েছেন। অভিযুক্ত ব্যক্তি নিজেকে ‘ড. সিভিল সার্জন’ পরিচয়ে পরিচিত করেন এবং ঘটনাস্থলে উপস্থিত ইমামসহ কয়েকজন যাত্রীকে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নারী জানান, মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে ছোট ভাইকে সঙ্গে নিয়ে যশোর যাচ্ছিলেন তিনি। বাসে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও এক ব্যক্তি তার সামনে এসে অস্বাভাবিকভাবে ঝুঁকে মোবাইল ব্যবহার করছিলেন। এতে বিব্রত হয়ে তিনি ভদ্রভাবে বলেন, “আঙ্কেল, একটু সরে দাঁড়াবেন?”
এরপরই ওই ব্যক্তি উত্তেজিত হয়ে পড়েন এবং অশালীন ভাষায় গালাগালি করতে থাকেন। শুধু তাই নয়, ওই নারীকে ঘাড় ধাক্কা দিয়ে বাস থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেন।
বাসে উপস্থিত কয়েকজন যাত্রী—বিশেষ করে এক ইমাম সাহেব ও তিন-চারজন নারী—ভুক্তভোগীর পক্ষে কথা বললে তাদের দিকেও অপমানজনক মন্তব্য করেন অভিযুক্ত ব্যক্তি। ইমাম সাহেবকে উদ্দেশ করে তিনি বলেন,
“দাঁড়াও, তোমার ইমামতি বন্ধ করে দেবো, তোমার চাকরি খাবো—দেখে নিও!”
নিজেকে ‘ড. সিভিল সার্জন’ পরিচয় দিয়ে তিনি কথোপকথনে প্রভাব বিস্তারের চেষ্টা করেন এবং অন্যদের ভয় দেখান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ভুক্তভোগী নারী বলেন,
“আমি বিশ্বাস করি, এখনো এই দেশে অনেক মানুষ আছেন যারা অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে জানেন। ইমাম সাহেব ও অন্যান্য যাত্রী আমার পাশে না থাকলে হয়তো ভয়ংকর কিছু ঘটত।”
তিনি আরও বলেন,
“আজ যদি আমি চুপ থাকি, তাহলে কাল আরও অনেক মেয়ে একইভাবে হেনস্তার শিকার হবে। আমি চাই, ওই ব্যক্তির জবাবদিহি হোক, আর যিনি আমার পাশে দাঁড়িয়েছিলেন—সেই ইমাম সাহেব যেন কোনো অন্যায়ের শিকার না হন।”
এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি, তবে সংশ্লিষ্ট যাত্রীরা জানান, অভিযুক্ত ব্যক্তির পরিচয় ও ঘটনার বিস্তারিত প্রমাণ তারা সংরক্ষণ করেছেন।