তিস্তা মহাপরিকল্পনা আগামী জানুয়ারিতে শুরু: উপদেষ্টা সজীব ভূঁইয়া
নিজস্ব প্রতিবেদক │ ঢাকা │ প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫
বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তাকে ঘিরেই লাখো মানুষের জীবন ও জীবিকা নির্ভরশীল বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সজীব ভূঁইয়া। তিনি জানান, কৃষি, জেলে ও স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা তিস্তার পানির ওপর টিকে আছে, অথচ প্রতিবছর নদীভাঙন ও প্লাবনে প্রায় ১ লাখ কোটি টাকারও বেশি ক্ষতি হচ্ছে উত্তরের পাঁচ জেলায়।
সজীব ভূঁইয়া বলেন,
“২০১৪ সাল থেকে শুষ্ক মৌসুমে ভারত সম্পূর্ণ অন্যায়ভাবে তিস্তার সব পানি প্রত্যাহার করে নিচ্ছে। আবার বর্ষাকালে হঠাৎ সব কপাট খুলে দিলে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।”
তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার তিস্তাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে আগামী জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হচ্ছে, যা নদীর দুই তীরের মানুষের জন্য আশার নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।