সৌদি আরবে ১৭ হাজার নারী সংগীত শিক্ষক নিয়োগ
রিয়াদ, ৬ নভেম্বর ২০২৫ (গালফ নিউজ)
প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সংগীত শিক্ষা চালুর অংশ হিসেবে সৌদি সরকার ১৭ হাজার নারী সংগীত শিক্ষক নিয়োগ দিচ্ছে। শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার লক্ষ্য শিশুদের ছোটবেলা থেকেই সংগীত ও শিল্পের সঙ্গে পরিচিত করা এবং দীর্ঘমেয়াদে সৃষ্টিশীল প্রতিভা গড়ে তোলা।
সৌদি গণমাধ্যম জানায়, প্রথম ধাপে ইতোমধ্যে ১২ হাজারের বেশি নারী শিক্ষক সরকারি ও বেসরকারি কিন্ডারগার্টেনে সংগীত বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। দ্বিতীয় ধাপে আরও ১৭ হাজার নারী শিক্ষককে ‘সাংস্কৃতিক দক্ষতা উন্নয়ন কৌশল’-এর আওতায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণ কার্যক্রমে গান, তাল-লয়, বাদ্যযন্ত্রের মৌলিক ধারণা ও স্থানীয় লোকসংগীত শেখানো অন্তর্ভুক্ত রয়েছে। এই শিক্ষকরা ভবিষ্যতে কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের সংগীত শিক্ষা পরিচালনা করবেন।
সংগীত ও শিল্পকলায় উচ্চশিক্ষা ও গবেষণার প্রসারে সৌদি সরকার ২০২৩ সালে রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে প্রথম আর্টস কলেজ প্রতিষ্ঠা করে।
২০২০ সালে গঠিত ‘মিউজিক কমিশন’ সৌদি আরবে সংগীত শিক্ষার সুযোগ বৃদ্ধি ও তরুণ প্রতিভা বিকাশে কাজ করছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে কনসার্ট, নাট্যোৎসব, চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা সাংস্কৃতিক আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে, যা সৌদি সমাজে চলমান সাংস্কৃতিক পরিবর্তনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।