শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের হিজাব খুলতে বাধ্য করার অভিযোগে বিক্ষোভ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভর্তি পরীক্ষার হলে ছাত্রীদের হিজাব খুলতে বাধ্য করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা রনির বিরুদ্ধে। এই ঘটনায় শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শিক্ষার্থীরা একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একাডেমিক ভবন ডি-এর সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “২০২৫ সালে এসে কোনো শিক্ষার্থীকে শনাক্তকরণের নামে হিজাব খুলতে বাধ্য করা স্পষ্ট ইসলাম বিদ্বেষ। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরীক্ষার সময় ঘণ্টার পর ঘণ্টা হিজাব খোলার নির্দেশ দেওয়া অসহনীয়।“
তারা আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে টি-শার্ট পরা শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো প্রশ্ন তোলা হয় না। তবে মুসলিম মেয়েরা হিজাব পরলে সমস্যা হয় কেন? এখানে কেন এমন বৈষম্য হবে? সবারই পোশাকের স্বাধীনতা থাকা উচিত।“
শিক্ষিকার প্রতি হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভকারীরা বলেন, “আপনার এমন বৈষম্যমূলক আচরণ চলতে থাকলে চব্বিশের আন্দোলনের কথা মনে রাখুন। এই ধরনের ফ্যাসিস্ট মনোভাব বিশ্ববিদ্যালয়ে বরদাশত করা হবে না।“
অধ্যাপক ফারজানার আগের বিতর্কিত কার্যক্রমের কথা উল্লেখ করে শিক্ষার্থীরা দাবি করেন, “অধ্যাপক ফারজানা এর আগেও অসংখ্যবার এমন আচরণ করেছেন। আমরা তার সঠিক তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচার চাই। ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনকে এ বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে।“
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শাবিপ্রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেদিন পরীক্ষার হলে অধ্যাপক ফারজানা ছাত্রীদের হিজাব খুলতে বাধ্য করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। শিক্ষার্থীদের অভিভাবকরাও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ফারজানা সিদ্দিকা রনি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।