RAND Corporation, আমেরিকান গ্লোবাল পলিসি থিংক ট্যাংক হিসেবে সারা পৃথিবীতে অত্যন্ত পরিচিত নাম। Research and Development Corporation (RAND) হলো আমেরিকার একটি এনজিও প্রতিষ্ঠান। এর কাজ হল আমেরিকার অর্থনৈতিক, সামাজিক, সমরনৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক নীতিনির্ধারণী বা থিংক ট্যাংক হিসেবে গবেষণা করা।
এই প্রতিষ্ঠানের গবেষণার ভিত্তিতেই চূড়ান্ত আলোচনা-পর্যালোচনার পর যেকোনো ধরনের মার্কিন নীতি বা সিদ্ধান্ত গৃহীত হয়।
✅ ইসলামকে শুধু ধর্ম মনে করে না, দ্বীন মনে করে।
✅ যে মনে করে ইসলাম শুধু কিছু বিশ্বাস, ইবাদত আর আচার-অনুষ্ঠানের নাম না, বরং ইসলাম হল একটি পলিটিকো-সোশিও-একোনমিক সিস্টেম।
✅ একটি সম্পূর্ণ জীবনব্যবস্থা, একটি শাসনব্যবস্থা।
ফান্ডামেন্টালিস্টরা পশ্চিমের এক নম্বর শত্রু। যেকোনো মূল্যে এদের খতম করতে হবে। পশ্চিমা সভ্যতা, বিশ্বব্যবস্থা আর সংস্কৃতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পশ্চিম এদের বলে RADICAL, আর… “আব্বোর” সাথে তাল মিলিয়ে “আব্বোর সন্তানরা” বলে “গ ঙ্গি”।
✅ এ জাতীয় মুসলিমদের গন্ডি মসজিদ, মাদ্রাসা, শেখা-শেখানো, ফতোয়া, মাসআলা, খুতবা দেওয়া এসবের মধ্যে সীমাবদ্ধ।
✅ এর বাইরে তাদের মধ্যে নিজস্ব অন্য কোনো কনসেপ্ট নেই।
ট্র্যাডিশনালিস্টরা পশ্চিমা সভ্যতার জন্য হুমকি না। কিন্তু এরা যদি কোনোভাবে ফান্ডামেন্টালিস্ট মুসলিমদের সঙ্গে মিলে যেতে পারে, তবে এরা আমেরিকার জন্য বিপদ।
✅ এরা হল ঐসব লোক, যারা ইসলামের নতুন নতুন ব্যাখ্যা করতে চায়।
✅ আর এসব নতুন ব্যাখ্যার পেছনে উদ্দেশ্য থাকে ইসলামকে পশ্চিমা বিশ্বব্যবস্থা, পশ্চিমা সভ্যতার সাথে কম্প্যাটিবল, সামঞ্জস্যপূর্ণ বানানোর চেষ্টা।
RAND পলিসি সাজেশান হল—এদের সাহায্য করতে হবে, এদের জন্য ফান্ডের ব্যবস্থা করতে হবে।
✅ এরা প্রথম থেকেই পশ্চিমের।
✅ এরা কাফিরদের পকেটেই আছে।
✅ পশ্চিমের শিক্ষা এরা আত্মস্থ করে ফেলেছে, হজম করে ফেলেছে।
এরা মনস্থির করে ফেলেছে—শাসনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলাম হল ধর্ম, আর ধর্ম হল বিশ্বাস, ইবাদত আর আচার-অনুষ্ঠানের সমষ্টি।
মর্ডানিস্ট ও সেক্যুলারিস্টরা পশ্চিমের বন্ধু, কিন্তু পশ্চিম এদের “আব্বো”। তাই এরা সর্বদা সতর্ক থাকে, যেন “আব্বো” মাইন্ড না করে।
এদের চেষ্টা-প্রচেষ্টার সুবাদেই বর্তমানে অস্তিত্ব লাভ করেছে সবকিছুর “ইসলামি (!) ভার্সন”—
✅ ইসলামি মিউজিক
✅ ইসলামি মদ
✅ ইসলামি সুদ
✅ ইসলামি জুয়া
✅ ইসলামি সিনেমাহল
✅ ইসলামি গণতন্ত্র
✅ ইসলামি সমাজতন্ত্র
খিলাফাহ, শারিয়াহ, শাতিম, জিহাদ ইত্যাদি নিয়ে এদের অবস্থান “আব্বোর” মনমতো।