গোয়া: এক নির্মম ঘটনার সাক্ষী হলো গোয়া। রমজান মাসে ৫ বছরের এক মুসলিম শিশুকে তান্ত্রিকের পরামর্শে বলি দিয়ে লা’শ পুঁতে দিল হিন্দু দম্পতি—এমন ভয়ংকর তথ্য উঠে এসেছে পুলিশের তদন্তে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত বাবাসাহেব আলার (৫২) এবং তার স্ত্রী পূজা (৪৫) শিশুটিকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে হত্যা করে। তাদের দাবি, এক তান্ত্রিক পরামর্শ দিয়েছিল যে, কোনো শিশুকে বলি দিলে তাদের জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে।
বুধবার, শিশুটির পরিবার থানায় অভিযোগ জানায় যে, তাদের সন্তান নিখোঁজ হয়েছে। পুলিশ তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায়, শিশুটি অভিযুক্ত দম্পতির বাড়িতে ঢুকলেও আর বের হয়নি। সন্দেহ হওয়ায় পুলিশ দম্পতিকে জিজ্ঞাসাবাদ করলে তারা শিশুটিকে হত্যার কথা স্বীকার করে।
পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হিন্দু দম্পতি জানায়, তারা শিশুটিকে হত্যা করে বাড়ির উঠোনে মাটিচাপা দেয়। তাদের বিশ্বাস ছিল, এই বলি দিলে তাদের সমস্ত দুঃখ-দুর্দশা দূর হয়ে যাবে।
এই নৃশংস হত্যাকাণ্ড গোটা এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্থানীয়রা এই নির্মম অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা ও অপরাধের প্রমাণ নষ্ট করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।