সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। শিশুসহ নানা বয়সের নারীরা এই নৃশংসতার শিকার হচ্ছেন, যা গোটা সমাজে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমেছেন। বিনোদন অঙ্গনের একাধিক সংগঠনও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এসেছে।তবে এই আন্দোলনের মধ্যে একটি ভিন্নতর ও চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন অভিনেত্রী জিনাত জানু স্বাগতা। তিনি ধর্ষণের বিরুদ্ধে সরব থাকা কিছু পুরুষের দ্বিচারিতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।”তাদের অনেকেই আমাকে আপত্তিকর প্রস্তাব দিয়েছিল”নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে স্বাগতা তার ফেসবুক পোস্টে লিখেছেন,”আমার নিউজফিডে অনেক পুরুষকে দেখছি ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার। কিন্তু এদের মধ্যেই অনেকে এমন আছেন, যারা আমাকে কাজের বিনিময়ে শোবার প্রস্তাব দিয়েছিলেন। রাজি হইনি বলে চিরতরে কাজের সুযোগও বন্ধ করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে— তারাও কি ধর্ষক নয়?”তবে তিনি কারও নাম প্রকাশ করেননি বা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনেননি।শিল্পী সমাজের প্রতিক্রিয়াস্বাগতার এই বক্তব্যের পর বিনোদন জগতের অনেকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ তার সাহসিকতার প্রশংসা করেছেন, আবার কেউ বিষয়টিকে বিতর্কিত মনে করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিচালক বলেন, “এই ইন্ডাস্ট্রিতে অস্বচ্ছলতার সুযোগ নিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা নতুন কিছু নয়। কিন্তু এমন অভিযোগ প্রকাশ্যে এলে পুরো ইন্ডাস্ট্রির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।”অন্যদিকে, একাধিক নারী অভিনয়শিল্পী স্বাগতার পাশে দাঁড়িয়েছেন এবং ইন্ডাস্ট্রিতে প্রচলিত অনৈতিক প্রথার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।