ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ জসিম উদ্দিনের মেয়ে (১৭) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা—সাকিব মুন্সি ও সিফাত মুন্সি। পুলিশ সাকিবকে আটক করলেও সিফাত পলাতক।
ভুক্তভোগী বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরদিন কিশোরী থানায় অভিযোগ করলে পুলিশ তাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায়। ওসি জানান, মামলা প্রক্রিয়াধীন ও গ্রেফতার অভিযান চলছে।