নোয়াখালীতে বিএনপির সন্ত্রাসী বাহিনীর হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে শহরের কেন্দ্রীয় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হান্নান মাসউদকে টার্গেট করে অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।