নাটোর, লালপুর: নাটোরের লালপুরে গুলিবর্ষণের মামলায় গ্রেফতার হওয়া ছাত্রদল নেতাকে থানায় পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে গেছেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৮ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে লালপুর থানায়।
গ্রেফতারকৃত ছাত্রদল নেতা রুবেল উদ্দিন, লালপুর উপজেলার গৌরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
গুলিবর্ষণের মামলায় গ্রেফতার
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে রুবেল উদ্দিনকে গ্রেফতার করে লালপুর থানায় নিয়ে আসা হয়।
অর্ধশতাধিক নেতাকর্মীর হঠাৎ থানা অভিযান
পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হন এবং তাকে ছেড়ে দেওয়ার দাবিতে পুলিশের ওপর চাপ সৃষ্টি করেন। পুলিশ রুবেলকে ছাড়তে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে থানা চত্বরে হট্টগোল ও ধাক্কাধাক্কি শুরু হয়, এবং তখন নেতাকর্মীরা রুবেল উদ্দিনকে জোরপূর্বক থানার ভেতর থেকে ছিনিয়ে নিয়ে চলে যান।
প্রশাসনের উদ্বেগ, তদন্ত শুরু
এ ঘটনায় পুলিশ প্রশাসনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই থানা ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।