কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মাত্র সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ১৪ বছর বয়সী কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার একটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আজ শুক্রবার আদালতের নির্দেশে তাকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে, জানিয়েছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী শিশুটির পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শিশুটির মা একটি কারখানায় কাজ করেন এবং বাবাও কাজে বাইরে ছিলেন। গত বুধবার সকালে তারা কর্মস্থলে গেলে শিশুটি বাড়িতে একা ছিল। সন্ধ্যায় ফিরে পরিবারের সদস্যরা দেখেন, শিশুটি কান্না করছে।
একপর্যায়ে সে জানায়, অভিযুক্ত কিশোর চকলেট দেওয়ার লোভ দেখিয়ে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেছে।
রাতে রক্তক্ষরণ শুরু হলে শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষার পর তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়, বলে জানিয়েছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান।
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (ভৈরব-কুলিয়ারচর সার্কেল) নাজমুস সাকিব জানান, শিশুটিকে সন্দেহভাজন কয়েকজনের ছবি দেখানো হয়। পরে সে অভিযুক্ত কিশোরকে শনাক্ত করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোরকে আদালতে হাজির করার পর গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবার বিচার ও দোষীর কঠোর শাস্তি দাবি করেছে।