ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারের কর্মী হৃদয় আহমেদকে আজ সকাল ১০টায় ডিবি পুলিশ ময়মনসিংহের ডিবি মেডিক্যাল গেইট এলাকা থেকে তুলে নিয়ে যায়।
পরিবারের দাবি, হৃদয়ের অপরাধ—তিনি স্থানীয় একটি বাটা শোরুম ও ফুটপাতে ইসরায়েলের পতাকা সংবলিত স্টিকার লাগিয়েছিলেন। এ ঘটনায় বাটা শোরুমের ম্যানেজার তার বিরুদ্ধে মামলা করেন।
হৃদয়ের পরিবার জানিয়েছে, ডিবি কার্যালয়ে গিয়ে তারা হৃদয়ের সঙ্গে দেখা করতে পারেননি। উল্টো তাদের জানানো হয়—“টাকা দিয়েও বাইর করতে পারবা না, এটা অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে।”
ঘটনাটিকে কেন্দ্র করে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলছেন, মুসলিমপ্রধান বাংলাদেশে ডিবি পুলিশের এ ধরনের আচরণ ইসরায়েলি পুলিশের নির্যাতনের সঙ্গে তুলনীয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হৃদয় আহমেদকে দ্রুত এবং স্বসম্মানে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।