ময়মনসিংহের গৌরিপুর উপজেলার তেরশিরা গ্রামে শ্লীলতাহানির মামলার ভুক্তভোগী এক পরিবারের পাঁচ বোন বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। পরিবারটি অভিযোগ করেছে, মামলার আসামিরা হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে এসে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে এবং ভয়ভীতি প্রদর্শন করছে।
ভুক্তভোগী এক বোন জানায়, “আমরা এখন মাদ্রাসায় যেতে পারছি না। পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটছে।” অভিযোগ রয়েছে, অভিযুক্তরা মামলা না তুললে ভবিষ্যতে আরও তাদের পিতাকে হত্যা ও ধর্ষণ করার হুমকি দিয়েছে। বলেছে জেলে যখন যাবো তাহলে সব শেষ করে দিয়ে যাব।
পরিবারটির নিরাপত্তা নিশ্চিত এবং অভিযুক্তদের জামিন বাতিলের দাবিতে ‘বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন’ নামের একটি সামাজিক সংগঠন “মার্চ ফর গৌরিপুর” নামে কর্মসূচি ঘোষণা করেছে। তারা জানায়, আগামী ২ মে, বাদ জুমা, ময়মনসিংহ বড় মসজিদ থেকে গৌরিপুর পর্যন্ত পদযাত্রা হবে।
আয়োজকরা স্থানীয় প্রশাসন এবং জনগণের প্রতি সহানুভূতি ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন, যাতে ভুক্তভোগীরা বিচার প্রক্রিয়ায় নিরাপত্তার সঙ্গে অংশ নিতে পারে।
যোগাযোগ:
শাহিদুল ইসলাম : 01711857861
মাওলানা বুরহান উদ্দীন : 01719521465
(সূত্র: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন)