ঢাকা, ২২ মে ২০২৫:
সাইবার অপরাধের ক্রমবর্ধমান হুমকির মুখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য এক অনন্য জনসেবামূলক উদ্যোগ নিয়েছে CyberNet South Asia। প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, এখন থেকে হ্যাকড ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা জিমেইল অ্যাকাউন্ট রিকভারি সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। গ্রাহকদের কেবলমাত্র কার্ড ও প্রিন্ট কস্টের সামান্য খরচ বহন করতে হবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সেবার আওতায় ফেসবুক ডিজেবল, সাসপেন্ড অথবা হ্যাকড পেজ ও প্রোফাইল শতভাগ নিশ্চয়তা সহকারে রিকভার করা হবে। এমনকি 2FA বাইপাস ও টোকেন জেনারেশন-এর মতো স্পর্শকাতর সাপোর্টও দেওয়া হচ্ছে নিরাপদ পদ্ধতিতে।
CyberNet South Asia আরও জানিয়েছে, তারা কেবল রিকভারি সেবা নয়, পাশাপাশি সাধারণ মানুষের সাইবার সচেতনতা বাড়াতে বিনামূল্যে পরামর্শ ও গাইডলাইন দিচ্ছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য, প্রযুক্তির জগতে মানুষকে সচেতন ও সুরক্ষিত রাখা।
প্রতিষ্ঠান প্রধান ক্যাপ্টেন ফিরাসা জানান,
“শুধুমাত্র খরচ দিলেই আমরা সবচেয়ে কম খরচে সেবা দিচ্ছি। দেশের মানুষের পাশে থেকে কাজ করতে চাই আমরা। পাশাপাশি, বাংলাদেশের সাইবার স্পেস রক্ষায়ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের টিম।”
“বিশ্বাস ও নিরাপত্তার গ্যারান্টি সহকারে কাজ করি,”— বলছে CyberNet South Asia।
হ্যাকিংয়ের বিরুদ্ধে প্রতিরোধে এই উদ্যোগ নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও জনমুখী পদক্ষেপ।