গতকাল হঠাৎ মার্কিন দূতাবাসে নি’রাপত্তা বাড়ানো হয়েছে, খোঁজ নিয়ে জানা গেছে কারা নাকি জ’ঙ্গি হামলার হুম’কি দিয়েছে।
মুল বিষয় হলো সেনাবাহিনীর খু’নীদের বাঁচাতে এই নাটক ওয়াকার সাজিয়েছে। রাতে ওয়াকারের পরিকল্পনায় আমেরিকান দূতাবাসে জ’ঙ্গি হা’মলার কাল্পনিক নাটক সাজিয়ে নি’রাপত্তা জোরদার করা হয়।
সাংবাদিক ইলিয়াস ফেসবুক পোস্টে জানান: এই জঙ্গি হামলার কাল্পনিক নাটকের সাথে জড়িত ছিলো, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডিএমপি কমিশনার এবং সিটিটিসি প্রধান।
ডিজিএফআইয়ের মুখপাত্র একটি পত্রিকায় আলেমদের কয়েকজনের নামও জড়ানোর চেষ্টা করা হয়েছে।
সাংবাদিক ইলিয়াস আরো বলেন আলেমদের উচিত এর ব্যাপারে ব্যাখ্যা চাওয়া, কে হা’মলা করতে চেয়েছে। যদি তেমন কিছু না হয়ে থাকে তাহলে আলেমদের পক্ষ থেকে জোড়ালো প্র’তিবাদ আসা উচিত।
আলেমরা যদি সঠিক সময়কে কাজে না লাগিয়ে আরাম আয়েশ করতে থাকেন তাহলে আবারও হাসিনার আমলের মতো গজ’ব নেমে আসবে।
গেলো ১৫ বছরে দাড়ি-টুপিওয়ালাদের চেয়ে বেশি আর কেউ নি’র্যা’তিত হয়নি, এটা মনে রেখেন।