এরদোগান সোমালিয়ায় মুসলিম যোদ্ধাদের বিরুদ্ধে সরাসরি সৈন্য পাঠিয়ে এবং সামরিক ঘাঁটি করে ইসলামি শাসন কায়েমের বিপক্ষের সেনাবাহিনীর বাহিনীকে সামরিক,অর্থনৈতিক সব ধরণের সহায়তা করছে। সোমালি সেনাবাহিনিকে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে তুরষ্ক। এজন্য বিরাট সামরিক ঘাঁটি স্থাপন করেছে।অর্থাৎ তুরষ্ক খুব স্পষ্টভাবে জানিয়েছে, তারা সোমালিয়ায় বিপ্ললি স্বাধীনতাকামী সংগঠন আস-শাবাব প্রতিষ্ঠিত শরীয়াহ’র বিরুদ্ধে আমেরিকা, জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়নের সরাসরি সমর্থিত সরকারকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য এই বিরাট সামরিক ঘাঁটিটি স্থাপন করেছে। সামরিক প্রশিক্ষণসহ তুরষ্ক সার্বিকভাবে এই সোমালি সরকারকে স্বাধীনতাকামীদের বিরুদ্ধে প্রত্যক্ষ সহায়তা করে যাচ্ছে।এরদোগানের সরকার ও তুর্কী সেনাবাহিনী সোমালিয়ার সেনাবাহিনীকে অ-স্ত্র প্রদান করেছে। এই অস্ত্র প্রদান অনুষ্ঠানে সোমালিয়ার প্রেসিডেন্ট, তুরষ্কের রাষ্ট্রদূত এবং তুরষ্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিল।ছবিতে – সোমালিয়ার প্রেসিডেন্ট, তুরষ্কের রাষ্ট্রদূত এবং তুরষ্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।