মধ্য শাবেলি, সো/মা/লিয়া: সো/মা/লিয়ায় চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে স্বাধীনতাকামী সংগঠন আ/শ-শা/বাব। দেশটির মধ্য শাবেলি অঞ্চলে সংগঠনটির সামরিক অভিযানে তুরস্ক-প্রশিক্ষিত গরগর (ঈগল) ফোর্স গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শাহাদাহ এজেন্সির তথ্য অনুযায়ী, বুধবার (১৯ মার্চ) ভোরে মধ্য শাবেলির আলি গুদুদ শহরের উপকণ্ঠে “উর্তা দেঘি সামাতার” এলাকায় এই হামলা চালানো হয়। আ/শ-শা/বা/ব যোদ্ধারা গরগর ফোর্সের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে দু’দিক থেকে ভারী ও মাঝারি অস্ত্র দিয়ে ব্যাপক হামলা শুরু করে।
প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে তুর্কি-প্রশিক্ষিত সোমালি স্পেশাল ফোর্সের অন্তত ৪২ জন সৈন্য নিহত হয়েছেন এবং আরও বহু সৈন্য আহত হয়েছেন। এছাড়া, আ/শ-শা/বা/ব বেশ কিছু সৈন্যকে যুদ্ধবন্দী হিসেবে আটক করেছে বলে দাবি করা হয়েছে।
অভিযান শেষে বিপ্লবীরা সামরিক ঘাঁটি থেকে ৭.৬৫ মিমি ভারী অ/স্ত্র, MKE MPT-৭৬ রাই/ফে/লসহ অত্যাধুনিক বহু অ/স্ত্র গনিমত হিসেবে দখল করেছে। উল্লেখ্য, এসব অ/স্ত্র তুরস্ক সোমালি বাহিনীকে বিপ্লবী বাহিনীকে প্রতিহত করার জন্য সরবরাহ করেছিল।
সাম্প্রতিক এই হামলার ফলে সোমালিয়ায় নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। সরকারি বাহিনী ও তাদের মিত্ররা আ/শ-শা/বা/বের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেলেও, সংগঠনটির লাগাতার আক্রমণে সামরিক ও বেসামরিক উভয় মহলেই আতঙ্ক বিরাজ করছে।
দ্যা বেঙ্গল নিউজ।